
বাংলাবার্তা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৯টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুবাই ফেতর ইউএস-বাংলার একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট (বিএস–৩৪২) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি অবতরনের সাথে সাথে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন যাত্রী মো. ফজলে রাব্বীকে চিহ্নিত করে জিঞ্জাসাবাদ করা হয় এবং তার দেয়া তথ্য মতে বিমানের আসন সং ৩২এফ ও ৩১এফ এর নীচে রক্ষিত লাইফ ভ্যাষ্ট এর মধ্য হতে কালো স্কচটেপে মোড়ানো দুইটি বান্ডেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুটি বান্ডেল বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস সোনার বার পাওয়া যায় এবং যাত্রীর নিকট আরো সোনার বার পাওয়া যায়।
আরও জানা যায়, উদ্ধারকৃত সোনার ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য চার কোটি একচল্লিশ লক্ষ টাকা।
আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। আসামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে।
এসজে/পারভেজ