
ছবি: সংগৃহীত
পাকিস্তান সেনাবাহিনী চামান সীমান্তের স্পিন বোলদাক এলাকায় আফগান তালেবান ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ জঙ্গিদের সমন্বিত হামলা প্রতিহত করেছে। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ দাবি করেছে।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
বিবৃতিতে দাবি করা হয়, সকালে একাধিক স্থানে তালেবান ও জঙ্গিরা পাকিস্তানি পোস্টে হামলা চালায়। তবে সেনাদের দ্রুত ও কার্যকর প্রতিরোধে হামলাকারীরা পিছু হটে যায়। সেনা অভিযানে ১৫ থেকে ২০ জন জঙ্গি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।
পাকিস্তানের আইএসপিআর জানায়, হামলার সময় জঙ্গিরা সীমান্তবর্তী গ্রাম ও সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করে। পাল্টা অভিযানে পাকিস্তান সেনারা চারটি স্থানে দ্রুত প্রতিক্রিয়া জানায়, যাতে আরও বড় ক্ষতি এড়ানো যায়।
অন্যদিকে, ঝোব ও চামান সেক্টরে সেনারা ভারী অস্ত্র ও মর্টার হামলা চালিয়ে একাধিক তালেবান অবস্থান ও আশ্রয়স্থল ধ্বংস করেছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এসব অভিযানে বহু তালেবান যোদ্ধা নিহত বা আহত হয়েছে।
দেশটির আইএসপিআর জানায়, আফগান দিক থেকে পাকিস্তান-আফগান ‘ফ্রেন্ডশিপ গেট’ উড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, এ ঘটনা প্রমাণ করে আফগান তালেবান শান্তিপূর্ণ বাণিজ্য ও সীমান্ত সহযোগিতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
এছাড়া নুশকি সেক্টরে পাকিস্তান সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে একাধিক শত্রু পোস্ট ও প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগান ভূখণ্ডের ভেতরে গজনালি পোস্টে পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছে।
আইএসপিআর দাবি করেছে, আফগান তালেবান সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সেনারা ভবিষ্যতের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।
পৃথকভাবে কুররাম সেক্টরেও আফগান তালেবান ও তাদের সহযোগীদের হামলা প্রতিহত করে পাকিস্তান সেনারা আটটি পোস্ট ও ছয়টি ট্যাংক ধ্বংস করে। সেনারা হামলাকারীদের কাছ থেকে মার্কিন তৈরি অস্ত্র উদ্ধার করেছে।
বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত থাকলেও গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, স্পিন বোলদাক অঞ্চলে নতুন করে সশস্ত্র সমাবেশ দেখা যাচ্ছে। সেনারা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে।
বাংলাবার্তা/এমএইচ