শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ২৩ ১৪৩০

বাংলা বার্তা || Bangla Barta

লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে শাকিরার হ্যাটট্রিক!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ১৮ নভেম্বর ২০২৩

লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে শাকিরার হ্যাটট্রিক!

সংগৃহীত ছবি

২৪তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতলেন শাকিরা। এগুলো নিজের দুই সন্তান মিলান ও সাশাকে উৎসর্গ করেছেন তিনি। কলম্বিয়ান এই পপতারকা বলেন, ‘আমি ওদের কথা দিয়েছি হাসিখুশি থাকবো।’

আর্জেন্টাইন ডিজে বিজার‍্যাপের সঙ্গে শাকিরার যৌথ গান ‘শাকিরা: বিজার‍্যাপ মিউজিক সেশনস, ভলিউম. ফিফটি থ্রি’ জিতেছে সং অব দ্য ইয়ার (বর্ষসেরা গান) এবং পপ সং অব দ্য ইয়ার (বর্ষসেরা পপ গান) পুরস্কার। এছাড়া ৪৬ বছর বয়সী এই গায়িকা ‘টিকিউজি’ গানের সুবাদে ক্যারল জি’র সঙ্গে পেয়েছেন বেস্ট আরবান/ফিউশন পারফরম্যান্স স্বীকৃতি।

জীবনের কঠিন মুহূর্ত নিয়েও কথা বলেছেন শাকিরা। এর মাধ্যমে ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ ও স্পেনে আয়কর সংক্রান্ত সমস্যা মোকাবিলার ইঙ্গিত দিয়েছেন তিনি। তার কথায়, ‘পুরস্কারগুলো স্প্যানিশ শ্রোতাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই, যারা আমার সুসময় ও দুঃসময়ে পাশে ছিলেন। স্পেনে আমি যেসব দুঃসহ ও কঠিন মুহূর্ত পার করেছি, তখন আমার প্রতি সবার ভালোবাসা ও সমর্থন অব্যাহত ছিলো।’

লাতিন আমেরিকান গায়িকারাই বেশি পুরস্কার পেয়েছেন। শাকিরার সমান তিনটি পুরস্কার জিতেছেন আরেক কলম্বিয়ান গায়িকা ক্যারল জি। ৩২ বছর বয়সী এই তারকার ‘মানিয়ানা চেরা বনিতো’ (টুমরো উইল বি বিউটিফুল) অ্যালবাম অব দ্য ইয়ার (বর্ষসেরা অ্যালবাম) ও আরবান মিউজিক বেস্ট অ্যালবাম স্বীকৃতি পেয়েছে।


২৪তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতলেন আরেক শিল্পী ক্যারল জি
২৪তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতলেন আরেক শিল্পী ক্যারল জি
বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার ১৭ নভেম্বর)) স্পেনের সেভিল শহরে পুরস্কার বিতরণ করা হয়েছে। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের বাইরে লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের জমকালো আসর বসলো। অনুষ্ঠানের শুরুতে ছিলো গতবারের বর্ষসেরা অ্যালবাম পুরস্কারজয়ী স্প্যানিশ গায়িকা রোসালিয়ার পরিবেশনা। ফ্ল্যামেনকো শিল্পের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি গেয়েছেন ‘সে নস রম্পিও এল আমর’ (আওয়ার লাভ হ্যাজ ব্রোকেন) শিরোনামের গান। কারণ সেভিল হলো ফ্ল্যামেনকোর উৎপত্তিস্থল।

যদিও স্পেনে লাতিন গ্র্যামি হওয়ায় নেটিজেনদের অনেকে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের আহ্বান, ‘লাতিন গ্র্যামিকে লাতিন আমেরিকায় ফিরিয়ে আনুন।’

বেস্ট নিউ আর্টিস্ট অ্যাওয়ার্ড জিতেছেন ভেনেজুয়েলার জোয়াকিনা। বিজার‍্যাপের হাতে বেস্ট আরবান সং স্বীকৃতিও উঠেছে। বেস্ট র‍্যাপ/হিপ হপ সং পুরস্কার পেয়েছে এলাদিও কারিয়ন ফিচারিং ব্যাড বানির ‘কোকো শানেল’। পারসন অব দ্য ইয়ার (বর্ষসেরা লাতিন সংগীত ব্যক্তিত্ব) সম্মানে ভূষিত হয়েছেন ইতালিয়ান গায়িকা লরা পাউসিনি। এবারই প্রথম স্পেনের বাইরে কোনও শিল্পী লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে বর্ষসেরা সংগীত ব্যক্তিত্ব হলেন।

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile