ছবি সংগৃহীত
বিরতি কাটিয়ে কাজে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই একে একে চমক নিয়ে হাজির হচ্ছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কিছুদিন আগেই দিলেন সিনেমার খবর। এরমধ্যেই আবার এল সিরিজের খবর।
রোববার (১ অক্টোবর) পরী চুক্তিবদ্ধ হয়েছেন একটি ওয়েব সিরিজে। ‘রঙ্গিলা কিতাব’ নামে এ সিরিজটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা অনম বিশ্বাস। সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সাত পর্বের এ সিরিজ।
এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরী। এছাড়াও আছেন শ্যামল মাওলা, জিয়াউল হক পলাশ, ফজলুল হক বাবুসহ অনেকেই। চলতি মাসের শেষে সিরিজটির শুট শুরু হবে বলে জানা গেছে।
ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করে পরী ক্যাপশনে লেখেন, ‘দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে….আল্লাহ ভরসা।’
জানা গেছে, ভালবাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন বিষয়বস্তু নিয়ে হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে এই সিরিজ।
কিছুদিন আগে অবমুক্ত হওয়া পরীমণির ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্ম নিয়ে অশ্লীলতার অভিযোগ ওঠে। তিন দিনের মধ্যে এটি অনলাইন থেকে সরিয়ে ফেলতে দেওয়া হয় উকিল নোটিশও।