ছবি: সংগৃহীত
বিনোদন অঙ্গনের আলোচিত মুখ অভিনেত্রী সাদিয়া আয়মান এবং নির্মাতা রেদওয়ান রনি। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। নাটকের সেট থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—দুজনকে একসঙ্গে দেখা গেছে একাধিকবার। কখনও বন্ধুত্বের সম্পর্ক, কখনও সহকর্মী হিসেবে, আবার কখনও ব্যক্তিগত অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত থেকে তাঁরা বারবার হয়েছেন মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।
তবে এত দিন যেটি ছিল গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ, এবার তা যেন রূপ নিল স্বীকারোক্তিতে। প্রথমবারের মতো নিজের মুখেই প্রেমের ইঙ্গিত দিলেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সাদিয়া আয়মান।
রেদওয়ান রনি ও সাদিয়া আয়মানের সম্পর্ক নিয়ে বিনোদন সাংবাদিকদের কৌতূহল নতুন কিছু নয়। গত বছর থেকেই তাঁদের ঘিরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের ঘনিষ্ঠতা চোখে পড়ে সহশিল্পীদেরও। মাঝে শোনা গিয়েছিল—এই সম্পর্ক নাকি ভেঙেও গেছে!
এই ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। কেউ কেউ বলেন, “তাদের মধ্যে আর যোগাযোগ নেই,” আবার কেউ কেউ দাবি করেন, “তারা এখনো একসঙ্গেই আছেন।”
কিন্তু কিছুদিন আগে দুজনের একটি নতুন ছবি প্রকাশ্যে আসতেই পরিস্থিতি বদলে যায়। একটি ব্যক্তিগত অনুষ্ঠানে দুজনকে পাশাপাশি বসে হাসিমুখে দেখা যায়। অনেকেই ধারণা করেন, তারা শুধু সহকর্মী হিসেবে নয়, একে অপরের জীবনে আরও বিশেষ জায়গায় আছেন।
সম্প্রতি দেশের একটি জনপ্রিয় অনলাইন গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিং অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন সাদিয়া আয়মান। উপস্থাপিকা মৌসুমী মৌ সাক্ষাৎকারের একপর্যায়ে তাঁকে একটি চিরকুট ধরিয়ে দেন। সেখানে লেখা ছিল, “রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন—সত্য না মিথ্যা?”
প্রথমে হাসি চেপে রাখতে না পেরে সাদিয়া আয়মান একটু থেমে বলেন, “যে গুজব রটে, সেটা কিছুটা হলেও তো সত্য বটে।”
এই মন্তব্যের পরেই অনুষ্ঠানস্থলে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। উপস্থাপিকা জিজ্ঞেস করেন, “তাহলে কি গুঞ্জনটা সত্যি?”—এবারও উত্তর দেন সাদিয়া হাসিমুখে, “আপনারা যা ভাবছেন, সেটাই হয়তো ঠিক।”
এর মাধ্যমে কার্যত রেদওয়ান রনির সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে ফেললেন তিনি—যা এত দিন ধরে কেবল গুঞ্জন ছিল।
গণমাধ্যমের ইউটিউব চ্যানেলেও ভিডিওটির শিরোনাম ছিল— “রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান।”
ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুত। মন্তব্য বিভাগে ভক্তরা জানান, তাঁরা দুজনের জুটি দেখতে আগ্রহী। কেউ লিখেছেন, “ওরা একসঙ্গে দারুণ লাগে,” আবার কেউ লিখেছেন, “অবশেষে সত্যিটা জানালেন!”
অন্যদিকে, প্রেমের খবর প্রকাশের পর নির্মাতা রেদওয়ান রনি নিজে কোনো মন্তব্য করেননি। তবে তাঁর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, “রনি সব সময় ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না। তিনি চান কাজ দিয়ে কথা বলতে।”
তবে গত মাসে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রনি একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন—“যে মানুষ হাসাতে পারে, সে-ই হৃদয়ের সবচেয়ে কাছের।” ছবিতে পেছনে দেখা যাচ্ছিল সাদিয়া আয়মানের ছায়া। এখন অনেকেই বলছেন, সেই পোস্টই ছিল তাঁদের সম্পর্কের প্রথম ইঙ্গিত।
ফাতেমা তাসনিম সাদিয়া, যিনি দর্শকের কাছে পরিচিত সাদিয়া আয়মান নামে, সাম্প্রতিক সময়ে দেশের অভিনয় অঙ্গনের সবচেয়ে আলোচিত তরুণ মুখগুলোর একটি।
২০১৯ সালে ইমরাউল রাফাত পরিচালিত নাটক টু বি ওয়াইফ দিয়ে তিনি ছোট পর্দায় অভিষেক করেন। এরপর একে একে মায়াশালিক, শেষ বিকেলে তুমি, টেকনাফের মেয়ে, মুহূর্তে ভালোবাসাসহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে নিজের জায়গা পাকাপোক্ত করেন।
বিশেষ করে শিহাব শাহীন পরিচালিত ‘মায়াশালিক’ (২০২২) নাটকে তাঁর অভিনয় প্রশংসা কুড়ায় দর্শক ও সমালোচকদের কাছ থেকে। সেই নাটকের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন।
২০২৪ সালে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘কাজলরেখা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষিক্ত হন। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন শাওন চৌধুরী। সিনেমাটি মুক্তির পরই দর্শকদের প্রশংসায় ভাসেন সাদিয়া।
সাদিয়া আয়মান সবসময়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হলেও, ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক বিষয় নিয়ে খুব একটা কিছু শেয়ার করেন না।
তবে রেদওয়ান রনির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্যের পর এখন তিনি আরও আলোচনায়। অনেকেই বলছেন, “এই প্রজন্মের শিল্পীরা প্রেম লুকানোর চেয়ে এখন প্রকাশ্যেই ভালোবাসাকে স্বীকার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।”
একই ভিডিও সাক্ষাৎকারে সাদিয়া জানান, বর্তমানে তিনি কিছু নতুন ওয়েব সিরিজ ও চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন। তিনি বলেন, “আমি এখন কাজের দিকে মনোযোগ দিতে চাই। সম্পর্ক বা ব্যক্তিগত জীবন নিয়ে যতটা সম্ভব স্বাভাবিকভাবে এগোতে চাই। মানুষ ভালোবাসবে, আলোচনা করবে—এটাই স্বাভাবিক।”
বিনোদন জগতে প্রেম, গুঞ্জন ও স্বীকারোক্তি নতুন কিছু নয়। তবে সাদিয়া আয়মানের ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে আলোচিত কারণ, তিনি এখনকার তরুণ দর্শকদের অন্যতম প্রিয় মুখ, আর রেদওয়ান রনি দেশের অন্যতম সফল কনটেন্ট নির্মাতা। তাঁদের এই সম্পর্কের বিষয়টি এখন শুধু ব্যক্তিগত নয়, বরং শিল্পীজগতের অনেকের কাছেই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সব মিলিয়ে, দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজের মুখে প্রেমের ইঙ্গিত দেওয়ায়, বলা যায়—সাদিয়া আয়মানের মুখেই এবার সত্যি হলো রেদওয়ান রনির সঙ্গে তাঁর ভালোবাসার গল্প।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



