
ছবি: সংগৃহীত
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে আজ শুক্রবার (৩ মে) অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। গুচ্ছ পদ্ধতিতে অন্তর্ভুক্ত দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে দেশের ২১টি কেন্দ্রে। আয়োজকরা জানিয়েছেন, এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরইমধ্যে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি।
‘বি’ ইউনিট, যা মূলত মানবিক অনুষদের অন্তর্ভুক্ত বিষয়াবলির ওপর ভিত্তি করে গঠিত, তাতে অংশ নিতে এ বছর আবেদন করেছেন মোট ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে আয়োজকদের জন্য এটি একটি বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হলেও আয়োজক কমিটির সদস্যরা আশাবাদী যে পরীক্ষাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
যদিও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৯টি, তবে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ২১টি কেন্দ্রে। এতে শুধুমাত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরাই নয়, বরং অন্যান্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরাও অংশ নিচ্ছেন নির্ধারিত কেন্দ্র থেকে। এতে করে শিক্ষার্থীদের দূরপাল্লার ভ্রমণের চাপ অনেকটাই কমেছে এবং অংশগ্রহণে সুবিধা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অনেক পরিবার।
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “আমরা ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র বিতরণ ও পরীক্ষার দিন কেন্দ্র ব্যবস্থাপনায় যাতে কোনো অনিয়ম বা জটিলতা না ঘটে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি।” তিনি আরও জানান, কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরীক্ষাকেন্দ্রে স্মার্টফোন ও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—
১. ইসলামী বিশ্ববিদ্যালয়
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১০. বরিশাল বিশ্ববিদ্যালয়
১১. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি
১৪. নেত্রকোনা বিশ্ববিদ্যালয়
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৬. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এই বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছপদ্ধতির মাধ্যমে সম্মান প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা একক পরীক্ষার মাধ্যমে তাদের পছন্দসই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। এর ফলে অভিভাবকদের মতে, সময়, অর্থ এবং মানসিক চাপ অনেকাংশেই কমে গেছে।
আয়োজক কমিটি জানিয়েছে, পরবর্তী গুচ্ছ ভর্তি পরীক্ষা, অর্থাৎ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মে। এ পরীক্ষায় অংশ নেবেন বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা। সেই পরীক্ষার প্রস্তুতিও এখন পুরোদমে চলছে।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার উদ্যোগ দেশের উচ্চশিক্ষায় এক নতুন মাত্রা যুক্ত করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। তাদের মতে, এটি একদিকে যেমন বিশ্ববিদ্যালয়গুলোর উপর থেকে চাপ কমিয়েছে, অন্যদিকে শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে সমান সুযোগের একটি প্ল্যাটফর্ম।
বাংলাবার্তা/এমএইচ