ছবি: সংগৃহীত
বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে—এমন একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি জাতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী ও আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট মহলে দেখা দেয় বিভ্রান্তি ও উদ্বেগ। তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২৬ অক্টোবর) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম আগের মতোই সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোনো নতুন নির্দেশনা, বিধিনিষেধ বা সময়সীমা নির্ধারণ করা হয়নি। প্রতিদিনের মতোই পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে, এবং বন্দর কর্তৃপক্ষ নিয়মিত প্রক্রিয়ায় তাদের দায়িত্ব পালন করছে।
এনবিআর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, “কিছু জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘সন্ধ্যা ৬টার পর বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ’ শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ এমন কোনো নির্দেশ জারি করেনি।”
রাজস্ব বোর্ড আরও জানায়, বেনাপোল কাস্টমস হাউস এবং বন্দরের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। প্রতিদিন শত শত ট্রাক ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশ করছে এবং একইভাবে রফতানি পণ্যও নির্বিঘ্নে সীমান্ত অতিক্রম করছে। পণ্য খালাস, নথি যাচাই, শুল্ক পরিশোধসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম চলমান রয়েছে।
এনবিআর বলেছে, এই ধরনের গুজব ছড়ালে ব্যবসায়ী মহলে আতঙ্ক তৈরি হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার ঝুঁকি দেখা দেয়। তাই গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সংবাদ প্রকাশের আগে অবশ্যই যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানানো হয়েছে।
সংস্থাটি আরও উল্লেখ করে, “বেনাপোল বন্দর বাংলাদেশের অন্যতম প্রধান স্থলবন্দর, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয়। দেশের অর্থনীতির একটি বড় অংশ এই বন্দর নির্ভর। তাই এর কার্যক্রম নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করা জাতীয় স্বার্থবিরোধী।”
এনবিআর ব্যবসায়ী ও আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করে জানায়, বেনাপোল স্থলবন্দরের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় প্রশাসন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সমন্বিত তদারকি অব্যাহত রয়েছে। কোনো ধরনের বিঘ্ন ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল কাস্টমস হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা প্রতিদিনের মতোই পণ্য খালাসের কাজ করে যাচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত সব ধরনের কার্যক্রম চলছে। কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “বেনাপোল দিয়ে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৭০০ ট্রাক আমদানি পণ্য আসে এবং ২০০ থেকে ৩০০ ট্রাক রফতানি হয়। এই প্রবাহে কোনো পরিবর্তন হয়নি। তাই ব্যবসায়ীদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই।”
গুরুত্বপূর্ণ এ বন্দরটিতে নিরাপত্তা, শুল্ক, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সি অ্যান্ড এফ) প্রক্রিয়া, এবং পরিবহন কার্যক্রম স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে।
সবশেষে এনবিআর তার বিজ্ঞপ্তিতে পুনরায় ব্যবসায়ী সমাজ ও সেবাগ্রহীতাদের উদ্দেশে আহ্বান জানায়—অযাচিত গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ঘোষণা ও কাস্টমস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বার্তায় আস্থা রাখার জন্য।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



