
ছবি: সংগৃহীত
ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যখন ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান শাসিত আজাদ কাশ্মিরে ৩১ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় পাকিস্তান সরকার তাদের সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে এবং ভারতের বিরুদ্ধে "মূল্য পরিশোধের" হুঁশিয়ারি দিয়েছে।
এ পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত বন্ধ করার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক এবং এই সংঘাত বন্ধ করুক।" হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, "যদি কোনোভাবে আমি সাহায্য করতে পারি, তাহলে আমি অবশ্যই পাশে থাকব।"
ভারতের হামলার পরে পাকিস্তান বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে এবং তাদের বাহিনীকে আরও শক্তিশালী প্রতিরোধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পাকিস্তান সরকার এ হামলাকে "লজ্জাজনক" বলে অভিহিত করেছে এবং ভারতকে কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তান ও ভারত, দুইটি পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায়, এই সংঘাতের পরিণতি গোটা দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে এবং আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
এদিকে, ভারতের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, যার মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ। ভারতের বিরুদ্ধে পাল্টা হামলার জন্য পাকিস্তান ১২৫টি যুদ্ধবিমান প্রস্তুত করেছে। এমন পরিস্থিতিতে, ট্রাম্পের আশাবাদী মন্তব্য একদিকে যেমন পরিস্থিতি শান্ত করার চেষ্টার ইঙ্গিত দেয়, তেমনি অন্যদিকে বিশ্বব্যাপী এই সংঘাতের গতি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করে।
বাংলাবার্তা/এমএইচ