
সংগৃহীত ছবি
থাইল্যান্ডে বাসের সঙ্গে একটি যাত্রীবাহী ডাবল ডেকার বাসের ধাক্কায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন।
স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোর রাতে এই সড়ক দুর্ঘটনা ঘটে। থাই পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ।
ব্যাংকক থেকে দক্ষিণে সোংখলা প্রদেশে যাওয়ার সময় প্রচুয়াপ খিরি খান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসে ৪৯ জন যাত্রী ছিল। বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে স্থানীয় হাট ওয়ানাকর্ন ন্যাশনাল পার্কের কাছে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।
দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে চালক ঘুমের ঘোরে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কাকতলীয়ভাবে চালক বেঁচে গেছেন।
৩৫ জন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সাওয়াং রুংরুয়েং রেসকিউ ফাউন্ডেশন। নিহতরা সবাই থাই নাগরিক কি না সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
থাইল্যান্ডে ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির তথ্য কেন্দ্র এ খবর জানিয়েছে। যেখানে যুক্তরাজ্যে বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭শ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান।