
ছবি: সংগৃহীত
বলিউডে দীর্ঘ ক্যারিয়ারের মালিক সালমান খান। রুপালি পর্দায় একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া এই ‘ভাইজান’ তার ফ্যান-ফলোয়ারদের কাছে বরাবরই এক রহস্যময় চরিত্র। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ কিংবা হালের ইউলিয়া ভান্তুর—যার সঙ্গেই প্রেমের গুঞ্জন উঠেছে, কোনোটিই শেষ পর্যন্ত পরিণতিতে পৌঁছায়নি। ভক্তদের মনে প্রশ্ন আজও একই—সালমান খান বিয়ে করছেন কবে?
এই প্রশ্ন শুনতে শুনতে সালমান হয়তো ক্লান্তই হয়ে গেছেন। আগের মতো এখন আর সরাসরি জবাব দেন না। তবে একবার, অর্থাৎ ২০১৮ সালে দিল্লিতে আয়োজিত টিআইই গ্লোবাল সামিটে তিনি এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। হালকা হাস্যরসের মোড়কে শোনান তার ‘অবিবাহিত’ থাকার কারণ—বিয়ে করার খরচই তাকে ভীত করে তোলে!
সেদিন অনুষ্ঠানে দর্শকদের একজন সালমানকে প্রশ্ন করেন, ‘‘বিয়ে কবে করবেন?’’ তিনি চোখ টিপে হেসে বলেছিলেন, ‘‘আমার কাছে এত টাকা কই?’’ উপস্থিত দর্শকরা হেসে উঠলেও সালমান খান এরপর একটু গম্ভীর সুরে বলেন, ‘‘আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন খরচ হয়েছিল মাত্র ১৮০ রুপি। এখনকার দিনে বিয়ে মানে বিশাল আয়োজন, কোটি কোটি টাকা উড়াতে হয়। আমি তো অত খরচ করতে পারি না। এত টাকা আমার নেই। এই কারণেই এখনো অবিবাহিত।’’
এই মন্তব্যের পরই সালমানের সেই বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে নিছক কৌতুক বা দায় এড়ানোর চেষ্টা বলেও ব্যাখ্যা করেন। কিন্তু সালমানের মুখেই যখন শোনা যায় অর্থনৈতিক ব্যয়-ভারের কথা, তখন তা নিছক ঠাট্টা বলেই উড়িয়ে দেওয়া কঠিন হয়ে পড়ে।
বিয়ে না করার প্রসঙ্গে সালমান খানের আরও একটি পুরনো মন্তব্য ঘুরেফিরে আলোচনায় আসে প্রায়ই। একবার এক সাক্ষাৎকারে তিনি রসিকতা করে বলেছিলেন, ‘‘আমি রেখাকে বিয়ে করতে পারিনি বলেই সম্ভবত এখনও অবিবাহিত থেকে গেছি!’’ কথাটি যদিও তিনি বলেছেন মজা করে, কিন্তু বলিউডের পুরনো ইতিহাস ঘেঁটে অনেকেই তা নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ শুরু করেন। কেউ বলেন, এটি ছিল সালমানের মানসিকভাবে একটি অপূর্ণতা বা ‘ক্রাশ’ থেকে বের না হতে পারার দৃষ্টান্ত।
আবার বলিউডের অন্দরমহলের অনেকে মনে করেন, সালমান খান ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে বিয়ে একজন তারকার স্বাধীনতায় হস্তক্ষেপ করে। কেউ কেউ বলেন, অতীতে একাধিক সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণায় আর মেয়েদের বিশ্বাস করতে পারেন না বলেই হয়তো বিয়ে থেকে দূরে থাকেন সালমান। তবে এই ব্যাখ্যাগুলোর কোনোটিই সালমান কখনোই নিশ্চিতভাবে বলেননি। বরং তিনি নিজের মতো করে বারবার জানান দিয়েছেন, বিয়ে করতে না পারার একমাত্র কারণ "খরচ"।
এই ব্যাখ্যা হয়তো অনেকের কাছে হাস্যকর, আবার কারও কাছে বাস্তবভিত্তিক চিন্তাভাবনার ইঙ্গিত। কারণ ভারতীয় উপমহাদেশে বিয়ে এখন শুধুই দুটি মানুষের বন্ধন নয়, বরং বিশাল সামাজিক অনুষ্ঠান, যার খরচ কোটি টাকারও বেশি ছুঁয়ে যায় অনেক সময়। বিশেষ করে নামজাদা তারকাদের বিয়ে হলে তা যেন হয়ে ওঠে রাজকীয় আয়োজন। সেখানে সালমানের মতো সুপারস্টার বিয়ে করলে কেমন আড়ম্বর হবে, তা নিয়ে ভক্তদের কৌতূহল স্বাভাবিকভাবেই আকাশচুম্বী।
তবে আজ অবধি, সালমান খান সেই কৌতূহলের কোনো উত্তর দেননি। তাঁর সমসাময়িক বলিউড অভিনেতাদের মধ্যে প্রায় সবাই বিয়ে করে সংসার করছেন, কেউ কেউ হয়েছেন পিতা-মাতা, কেউ আবার নানা-দাদা। কিন্তু সালমান আজও ‘অবিবাহিত তারকা’ পরিচয়টি ধরে রেখেছেন। আর বিয়ের প্রসঙ্গ এলেই হয়তো আজও বলে ওঠেন—‘‘আমার কাছে এত টাকা কই?’’
এভাবেই রয়ে গেলেন সালমান খান, একজন সুপারস্টার—যিনি কোটি কোটি টাকার সিনেমা করেন, কিন্তু বিয়ে করতে ভয় পান শুধু খরচের ভয়ে!
বাংলাবার্তা/এমএইচ