
সংগৃহীত ছবি
নির্বাচন ঠেকাতে বিএনপির দশম দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগসহ বিক্ষোভ করেছে ছাত্রদলে নেতা-কর্মীরা।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আশুলিয়া থানা যুবদল ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবরোধ সমর্থনে ঢাকা -আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল কাছে লাঠি হাতে অবস্থান নিয়ে মিছিল করে থানা ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় মিছিলকারীরা বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং যানবাহনে ভাঙচুরের চেষ্টা চালায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নেতা-কর্মীরা পালিয়ে যায়।