
ছবি : বসির আহাম্মেদ
ঝিনাইদহ: ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে কর্মকর্তা কর্মচারীদের এফডিপিএসের মেয়াদ পূর্ণ হওয়ায় চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার সকালে শহরের সিও সংস্থার নিজস্ব কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয় । এতে সিও সংস্থার নির্বাহী পরিচালক মো. সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা।
এ সময় উপস্থিত ছিলেন সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন,উপ-পরিচালক মাহফিদুল আলম, প্রশিক্ষণ কর্মকর্তা আলিউজামান শেখ।অনুষ্ঠানে সংস্থার ১০ জন কর্মকর্তা কর্মচারীদের মাঝে তাদের এফডিপিএসের জমাকৃত টাকার লভ্যাংশ সহ ১০ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।