
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি সিরিজটি আপাতত বাতিল না হলেও নির্ধারিত সময় থেকে পিছিয়ে যাচ্ছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা ছিল সিরিজের প্রথম ম্যাচ। তবে সেই ম্যাচ অন্তত দুই বা তিন দিন পিছিয়ে ২৭ অথবা ২৮ মে থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলো।
এই তারিখ পেছানোর প্রধান কারণ পাকিস্তানের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) নতুন সূচি। ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে মাঝপথে স্থগিত হয়ে যাওয়া লিগটি আবার মাঠে ফিরছে ২২ মে থেকে। আর ফাইনাল নির্ধারণ করা হয়েছে ২৫ মে। এই দিনেই মূলত ছিল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের উদ্বোধনী ম্যাচ।
ফাইনালের সঙ্গে বাংলাদেশের ম্যাচ পড়ে যাওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাধ্য হয়েছে সিরিজের সূচি পুনর্বিন্যাসে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে পিসিবি।
সূচি পেছালেও সিরিজের ম্যাচ সংখ্যা অপরিবর্তিত থাকবে। তবে পূর্বঘোষিত দুটি ভেন্যুর একটি বাদ পড়বে। আগে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজটি আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু সময় সংকটের কারণে সব ম্যাচ এখন একটি ভেন্যুতে স্থানান্তর করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের দ্য ট্রুথ ইন্টারন্যাশনাল ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
বিসিবি ও পিসিবির মধ্যে আপাতদৃষ্টিতে সম্পর্ক ভালো থাকায় দুই বোর্ডই বিশ্বকাপকে সামনে রেখে সিরিজটি দ্রুত সেরে নিতে আগ্রহী। মূলত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু অক্টোবরে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুটি বোর্ড সম্মত হয়েছে শুধুমাত্র পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এরইমধ্যে ঘোষণা দিয়েছিল, ২১ মে বাংলাদেশ দল পাকিস্তানে পা রাখবে। এরপর ২২ ও ২৪ মে টাইগাররা অনুশীলন করবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। সেখান থেকে সরাসরি ২৭ বা ২৮ মে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।
সিরিজের নতুন সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে পিসিবি জানিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সূচি পরিবর্তনের ব্যাপারে নীতিগতভাবে রাজি।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বাংলাদেশ দল পাকিস্তানে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে একটি সংক্ষিপ্ত সিরিজ খেলবে। সেখান থেকেই সরাসরি পাকিস্তানে যাবে টাইগাররা। তাই মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতির খুব বেশি সময় থাকবে না। তবে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এটিকে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ হিসেবে দেখছে বাংলাদেশ দল ব্যবস্থাপনা।
পাকিস্তান সফরের পর টাইগারদেরই স্বাগতিক হওয়ার পালা। জুলাইয়ের শেষদিকে পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসবে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। বিসিবি এ সিরিজের সম্ভাব্য সূচি ঠিক করেছে ২০, ২২ ও ২৪ জুলাই। সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
দুই দেশের এই দ্বিপাক্ষিক সিরিজটি কার্যত বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ দল বিশ্বকাপে তাদের সম্ভাব্য একাদশ, ব্যাটিং অর্ডার ও ডেথ বোলিং নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাবে এই সিরিজে। লিটন দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদদের মতো ক্রিকেটারদের ফর্ম ফিরে পাওয়ার জন্য এটিই হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ সুযোগ।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি পিছিয়ে গেলেও বাতিল হয়নি—এটি ক্রিকেটপ্রেমীদের জন্য এক ইতিবাচক খবর। তবে চূড়ান্ত সূচির অপেক্ষায় রয়েছেন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরাও। বিশ্বকাপের আগে এমন একটি প্রতিযোগিতামূলক সিরিজ মাঠে গড়ানো দুই দলের প্রস্তুতির জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
পিসিবি ও বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী নতুন সূচি যেকোনো দিন প্রকাশ পেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৭ বা ২৮ মে থেকেই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
বাংলাবার্তা/এমএইচ