
ছবি সংগৃহীত
এশিয়ান চ্যাম্পিয়নস লিগে জয় দিয়ে নিজেদের মিশন শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর।
মঙ্গলবার রাতে ইরানের তেহরানের আজাদি স্টেডিয়ামে স্বাগতিক ক্লাব পার্সেপোলিসের মুখোমুখি হয় আল নাসর। রোনালদো যদিও গোল পাননি, তবে ম্যাচটা তারা জিতেছে ২-০ ব্যবধানে।
আল নাসর দুটি গোলই পেয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। প্রথমটি আত্মঘাতী থেকে। ম্যাচের তখন ৬৩তম মিনিট। এরপর ৭২তম মিনিটে দ্বিতীয় গোল পায় আল-নাসর। মোহাম্মদ কাশেম গোলটি করেন।
পার্সেপোলিস ম্যাচের ৫২তম মিনিটে দশ জনের পরিণত হয়েছিল। ম্যাচে কোনো গোল আদায় করতে না পারলেও দারুণ এক মাইলফলকের দেখা পেয়েছেন রোনালদো। নতুন এক রেকর্ড গড়েছেন ৩৮ বছর বয়সী এই মহাতারকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের তথ্যানুযায়ী, এ নিয়ে ১০০০ পেশাদার ম্যাচে (ড্র ও জয় মিলিয়ে) অপরাজিত রইলেন রোনালদো। নিজ দলের হয়ে ৭৭৬ জয়ের পাশাপাশি ড্র করেছেন ২২৪ ম্যাচ।