
ছবি সংগৃহীত
ঢাকা: চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। সফরকালে তারা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের যুবাদের সঙ্গে। প্রোটিয়াদের সঙ্গে সফরের সময়সূচি চূড়ান্ত করে আজ একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৩ জুলাই বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ঢাকায় পা রেখে সেদিনই খুলনায় চলে যাবে তারা। ৪ এবং ৫ জুলাই অনুশীলন করার পর ৬ জুলাই প্রথম ওয়ানডেতে বাংলাদেশের যুবাদের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়া যুবারা।
খেলা হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। পরের দুই ম্যাচ মাঠে গড়াবে ৯ এবং ১১ জুলাই। মাঝের দিনগুলোতে অনুশীলন এবং বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। প্রথম তিনটি ওয়ানডে আয়োজিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
এরপর ১২ জুলাই খুলনা থেকে রাজশাহীতে যাবেন ক্রিকেটাররা। ১৩ জুলাই অনুশীলন করার পর ১৪ জুলাই ৪র্থ ওয়ানডেতে মাঠে নেমে যাবে দুই দল। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। সিরিজের ৫ম এবং সর্বশেষ ওয়ানডে ম্যাচে দুই দল মুখোমুখি হবে ১৭ জুলাই।
সিরিজ শেষে ১৮ জুলাই বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম তিন ম্যাচ খুলনায় এবং শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে।