
ফাইল ছবি
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সারাদেশে ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। শাস্ত্র মতে, মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় এই পূজা।
দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। হিন্দুদের শিক্ষার দেবী সরস্বতী। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দেবী সরস্বতীর কৃপা লাভে রাজধানীসহ দেশে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপ-মন্দিরে হয়েছে এর আয়োজন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।