
ছবি প্রতীকী
প্রশ্ন: আমি আমার স্বামীর বড় স্ত্রী। কিছুদিন আগে আমার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সেই অবস্থায় সতীনসহ তার সন্তানেরা আমাকে তালাক দেওয়ার জন্য তাকে প্ররোচিত করলে তিনি আমাকে তিন তালাক দেন। এরপর আমি তার বাড়িতেই ইদ্দত পালন শুরু করি। এর কয়েক দিন পর তিনি অসুস্থতায় মারা যান। এই অবস্থায় আমার ইদ্দতের হুকুম কী? আমি কি তালাকের ইদ্দত পালন করব নাকি স্বামীর মৃত্যুর?
-আসমা বেগম, হালিশহর, চট্টগ্রাম
উত্তর: প্রশ্নোক্ত অবস্থায় আপনাকে তালাকের ইদ্দত (তিন ঋতুস্রাব) ও স্বামীর মৃত্যুর ইদ্দত (চার মাস দশদিন) এই উভয়টির যে সময়টি অপেক্ষাকৃত দীর্ঘ হয় সেটিই ইদ্দত হিসেবে পালন করতে হবে। অর্থাৎ যদি চার মাস দশ দিন ইদ্দত পালনের পূর্বে তিন ঋতুস্রাব পূর্ণ হয়ে যায় তাহলে চার মাস দশ দিন পর্যন্ত ইদ্দত পালন করতে হবে। আর যদি এমন হয় যে, চার মাস দশদিন হয়ে গিয়েছে। কিন্তু এখনো তিন ঋতু পূর্ণ হয়নি তাহলে তিন ঋতু পূর্ণ হওয়া পর্যন্ত ইদ্দত পালন করতে হবে।
উল্লেখ্য, মৃত্যুশয্যায় তালাক দেওয়ার কারণে আপনি স্বামীর মিরাস (উত্তরাধিকার) থেকে বঞ্চিত হবেন না। অন্যান্য ওয়ারিশদের সঙ্গে আপনিও হিস্যা অনুপাতে মিরাস পাবেন। -বাদায়েউস সানায়ে : ৩/৩১৭