
ফাইল ছবি
নির্বাচন ঠেকাতে ও বিভিন্ন দাবিতে ১০ম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ প্রথমদিনে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয়তাবাদী যুবদল এবং বাবুবাজারে ছাত্রদল মিছিল করেছে।
বুধবার (০৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে এসব মিছিল হয় বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সেগুনবাগিচা-বারডেম হাসপাতালের সড়কে এই মিছিল করে জাতীয়তাবাদী যুবদল।
মিছিল থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির স্লোগান দেন যুবদলের নেতা-কর্মীরা।
একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে আগুন জ্বালিয়ে বাবুবাজার ব্রিজে অবরোধের চেষ্টা করে ছাত্রদলের নেতা-কর্মীরা।
কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ হাজির হলে দ্রুত সরে যায় ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখান থেকে ছাত্রদলের তিন সদস্যকে আটক করে পুলিশ।