
বাপ্পী
আপত্তিকর ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেনকে (বাপ্পী) অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার( ১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ মোশারফ হোসেনকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হল।
প্রসঙ্গত, জেলা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেনের সঙ্গে এক যুবতীর আপত্তিকর ভিডিও চ্যাট সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে পড়লে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। তবে ভাইরাল হওয়া ভিডিওটি এডিট করা হয়েছে দাবি করে বানিয়াচং থানায় জিডি করেছেন মোশারফ হোসেন বাপ্পী। এদিকে জেলা ছাত্রলীগের আরেকজন শীর্ষ নেতার সাথে এক যুবতীর আপত্তিকর ছবিও বিভিন্ন নেতাকর্মীদের হাতে হাতে। এনিয়ে চলছে নানা গুঞ্জন।