ছবি: সংগৃহীত
ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ—এমনটা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু যাতে ভারত থেকে সরিয়ে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নেওয়া হয়।
বাংলাদেশের এমন দাবির বিপরীতে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ নতুন তথ্য দিয়েছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভেন্যু বদলে যাবে তবে ম্যাচ হবে ভারতেই।
বাংলাদেশের ম্যাচ চেন্নাই এবং তিরুবনন্তপুরমে আয়োজন করা হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে তারা। এমনকি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে নাকি আলোচনা করেছে আইসিসি ও ভারত। সে বিষয়েও নিশ্চিত করেছে তারা।
এদিকে ভিন্ন কিছু বলছে বিসিসিআই।
ভেন্যু পরিবর্তনের বিষয়ে এখনো তারা কোনো তথ্য পায়নি বলে জানিয়েছেন সচিব দেবজিৎ সাইকিয়া। বার্তা সংস্থা আইএএনএসকে বিসিবির সচিব বলেছেন, ‘বাংলাদেশের ম্যাচ চেন্নাই বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো তথ্য পায়নি বিসিসিআই এবং এটি আমাদের নাগালের বাইরে। এটি বিসিবি ও আইসিসির আলোচনার বিষয়। যেহেতু নিয়ন্ত্রক সংস্থা হলো আইসিসি।
ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসি যদি আমাদের কোনো সিদ্ধান্ত জানায়, তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই মুহূর্তে এ ধরনের কোনো তথ্য সম্পর্কে অবগত নই আমরা।’
সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচ কলকাতা ও মুম্বাইয়ে। গ্রুপের প্রথম তিন ম্যাচই ইডেন গার্ডেনসে। অপরটি ওয়াংখেড়েতে।
ভারত-শ্রীলঙ্কায় দশম বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি।
আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়াতেই দুই দেশের ক্রিকেটের এমন টানাপোড়েন। তা সামলাতে ভালোই বেগ পেতে হচ্ছে আইসিসিকে। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের আর ৪ সপ্তাহের মতো বাকি থাকায় শেষ মূহূর্তের প্রস্তুতি নেওয়ার কথা ছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে।
উগ্রবাদী গোষ্ঠীর চাপের মুখে নত স্বীকার করে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই, মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য। পরে বাধ্য হয়ে তাই করে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। এর প্রতিবাদে ভারতে বিশ্বকাপে খেলতে যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আরো এক ধাপ এগিয়ে, আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার নির্দেশ দিয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



