
ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে চলতি বছরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৪৯ হাজার ৯০৪ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ হজ অফিস সোমবার (১৯ মে) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানায়। হজযাত্রা-সংক্রান্ত এই সরকারি বুলেটিনে আরও জানানো হয়েছে যে, এরই মধ্যে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন ৮ জন হজযাত্রী—যাদের মধ্যে ৭ জন পুরুষ এবং ১ জন নারী। মৃত্যুবরণকারী হজযাত্রীদের মধ্যে তিনজন মারা গেছেন মক্কায় এবং পাঁচজন মদিনায়। তবে জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফা থেকে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুলেটিন অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত হজ পালন করতে গেছেন ৪ হাজার ৫৮৩ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪৫ হাজার ৩২১ জন হজযাত্রী। হজযাত্রী পরিবহনের জন্য এ পর্যন্ত সর্বমোট ১২৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৩টি এবং সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২০টি ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ পর্যন্ত সবচেয়ে বেশি—২৪,৬৯৮ জন হজযাত্রী পরিবহন করেছে। দ্বিতীয় সর্বোচ্চ পরিবহন করেছে সৌদি এয়ারলাইন্স, যার মাধ্যমে গেছেন ১৬,৯৪৩ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮,২৬৩ জন যাত্রী।
২০২৫ সালের হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মোট ৮৬,৭৭৮টি হজ ভিসা ইস্যু হয়েছে, যার মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায়ই শতভাগ হারে ভিসা প্রদান সম্পন্ন হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর নির্ধারিত কোটা ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছে ৮১,৯০০ জনের কোটা। হজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ও মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা এ বছর ৭০টি।
হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাংলাদেশ মিশনের অধীনে গঠিত মেডিকেল মিশনের চিকিৎসা কেন্দ্রগুলো এখন পর্যন্ত ১৫,২৮১টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিভিত্তিক সহায়তার জন্য পরিচালিত আইটি হেল্পডেস্ক থেকে হজযাত্রীরা পেয়েছেন ৯,৯২০টি বিভিন্ন ধরনের প্রযুক্তিসেবা ও তথ্য সহায়তা।
চাঁদ দেখা সাপেক্ষে, ২০২৫ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছেড়েছে ২৯ এপ্রিল, এবং শেষ ফ্লাইট যাবে ৩১ মে। হজ কার্যক্রম শেষে দেশে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইটটি বাংলাদেশে পৌঁছাবে ১০ জুলাইয়ের মধ্যে।
বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজ পালনে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো এ বছরও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। যাত্রী পরিবহন, চিকিৎসা, আইটি সহায়তা এবং ভিসা প্রক্রিয়া—সবখানেই একটি সমন্বিত ও কার্যকর ব্যবস্থাপনা লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে চিকিৎসা সহায়তা ও ডিজিটাল সেবা কার্যক্রমে এ বছর প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ হজযাত্রীদের সন্তুষ্টি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সার্বিক দিক থেকে, চলতি হজ কার্যক্রম সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে এবং আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব হজযাত্রী সৌদি আরব পৌঁছে যাবেন ও সুষ্ঠুভাবে হজ পালন সম্পন্ন করবেন। ধর্ম মন্ত্রণালয় ও হজ অফিস নিয়মিতভাবে হজ বুলেটিনের মাধ্যমে জনসাধারণকে হজসংক্রান্ত সর্বশেষ তথ্য জানিয়ে যাচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ