
ডিএমপি। ছবি: বাংলাবার্তা
ভিকারুননিসার শিক্ষক মুরাদের বিরুদ্ধে ছাত্রীদের হয়রানি ও যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। এমনকি তার হাতে একাধিক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন।
কমিশনার খন্দকার মহিদ উদ্দিন বলেন, মুরাদের এ সব কর্মকাণ্ড তার থেকে জব্দ করা মোবাইল ফোন ও ল্যাপটপে থেকে পাওয়া গেছে।
এদিকে মুরাদকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ (২৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক।
বাংলাবার্তা/এআর