ছবি: সংগৃহীত
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি জানিয়েছেন, দেশের পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি বিশ্বের শীর্ষস্তরে রয়েছে। তিনি আরও বলেন, ইরানে উদ্ভাবিত এক বা দুটি রেডিওফার্মাসিউটিক্যালের মাধ্যমে ৩০ ধরনের ক্যানসারের চিকিৎসা সম্ভব।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপে এসলামি বলেন, ইরানে ক্যানসারের হার ক্রমেই বাড়ছে। তিনি ক্যানসার চিকিৎসায় বিভিন্ন মেডিকেল গ্রুপের সমন্বিত কাজের গুরুত্ব তুলে ধরেন। তার মতে, এর মাধ্যমে ওষুধ উৎপাদনকারীরা রোগীদের আরও কার্যকর চিকিৎসা প্রদান করতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, সম্প্রতি দেশটিতে উৎপাদিত রেডিওফার্মাসিউটিক্যালগুলো বিশ্বের অন্যতম সেরা। এসলামি যোগ করেন, ‘আমরা গর্বিত যে ইরানের মানুষ এসব ওষুধের সুফল ভোগ করতে পারছে।’ এসলামি বলেন, ইরানে এমন এক-দুইটি রেডিওফার্মাসিউটিক্যাল রয়েছে, যা ৩০ ধরনের ক্যানসারের চিকিৎসায় কার্যকর। চিকিৎসা ক্ষেত্রে এই সাফল্য ইরানের জন্য অত্যন্ত গৌরবের বলেও উল্লেখ করেন তিনি।
ইরান বিশ্বের অন্যতম শীর্ষ রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনকারী দেশ। রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য দেশটি প্রায় ৭০ ধরনের রেডিওফার্মাসিউটিক্যাল তৈরি করে। পশ্চিমা বিশ্বের বহুমাত্রিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এই খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্থানীয় চাহিদা মেটানো ছাড়াও দেশটি জীবন রক্ষাকারী ওষুধ বহু দেশে রপ্তানি করছে। উন্নত রেডিওফার্মাসিউটিক্যাল, পেপটাইডভিত্তিক ওষুধ এবং আলফা-এমিটার প্রযুক্তির উন্নয়নে ইরান জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য গবেষণা ও প্রচেষ্টা চালাচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



