ছবি: সংগৃহীত
বড়দিনে (বৃহস্পতিবার) গাজা উপত্যকায় তথাকথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করার অভিযোগে ইসরায়েলি সেনারা আরো দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই দিনে এর আগেও ‘ইয়েলো লাইন’ পার হওয়ার চেষ্টা করার অভিযোগে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়।
নিহতদের ব্যক্তিগত পরিচয় ও বয়স সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর মিডল ইস্ট আইয়ের।
ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার ৫০ শতাংশেরও বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, যাকে তারা ‘ইয়েলো লাইন’ দিয়ে চিহ্নিত করেছে। তবে বাস্তবে এই সীমারেখা মাটিতে স্পষ্টভাবে চিহ্নিত নয়।
প্রতিদিনই ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। এসব ঘটনার পর নিয়মিতভাবে ইসরায়েলি সেনাবাহিনী নিহতদের ‘সন্ত্রাসী’ বলে দাবি করে বিবৃতি দিচ্ছে—যাদের মধ্যে দুজন শিশু থাকার কথাও জানানো হয়েছে।
তবে এখন পর্যন্ত নিহত কোনো ফিলিস্তিনি সন্ত্রাসী ছিলেন—এমন দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



