ছবি: সংগৃহীত
কক্সবাজার থেকে প্রায় ১৫১ কিলোমিটার দূরে আজ (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পন পর্যবেক্ষক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।
ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে কম্পনের মাত্রা ছিল খুবই সামান্য। অল্প ঝাঁকুনির কারণে অধিকাংশ মানুষ ভূমিকম্পটি টেরও পাননি।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১০ জনের মৃত্যু ও ৬০০ এর বেশি মানুষ আহত হন। তীব্র কম্পনে আতঙ্কিত বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, এর আগে এত শক্তিশালী ভূমিকম্প তারা অনুভব করেননি।
ভূমিকম্পটির পরদিন আরও তিনটি আফটারশক অনুভূত হয় ঢাকা ও আশপাশের এলাকায়। এতে নতুন করে আতঙ্ক তৈরি হলেও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



