ছবি: সংগৃহীত
ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণের রাফাহ ও উত্তরাংশের গাজা সিটিতে রাতভর ভারী বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর মধ্যে বিমান হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হয়। খবর আল জাজিরার।
গাজা কর্মকর্তাদের দাবি, ১০ অক্টোবরের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল ইতোমধ্যেই পাঁচ শতাধিকবার তা লঙ্ঘন করেছে।
এদিকে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, রাফাহর পূর্বাঞ্চলে একটি টানেল থেকে বের হওয়া ছয় ফিলিস্তিনি যোদ্ধাকে তারা নজরদারি ক্যামেরায় শনাক্ত করে। পরে ইসরায়েলি বিমানবাহিনী যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে চারজন নিহত হয় এবং দুজনকে সেনারা জীবিত আটক করে।
টেলিগ্রামে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, টানেল থেকে যোদ্ধারা বের হওয়ার পরই বিমান হামলা চালানো হয় এবং নাহাল ব্রিগেডের সৈন্যরা এলাকায় গিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



