ছবি: সংগৃহীত
হংকংয়ের বহুতল একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো প্রায় ৩০০ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে তাই পো জেলার ওয়াং ফুক কোর্টে আবাসিক এলাকার ৭টি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসিক কমপ্লেক্সের ৭টি ভবনের মধ্যে ৪টি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাকি ৩টি ভবনে এখনো আগুন জ্বলছে।
১৫ ঘণ্টার বেশি সময় ধরে ওয়াং ফুক কোর্ট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কিছু অংশে আগুন জ্বলছে।
ধোঁয়া ও আগুনের তাপের কারণে ভবনটির উপরের ফ্লোরে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। দুটি ভবনে এখনো তীব্র আগুনের শিখা বের হচ্ছে, বাকি কয়েকটি ভবন থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে।
হংকংয়ের পুলিশ সুপারিনটেনডেন্ট আইলিন চুং বলেন, আগুনের ঘটনায় রক্ষণাবেক্ষণ কোম্পানির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের অবহেলার কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, এটি প্রায় ৩ দশকের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।
পুলিশ জানিয়েছে, ভবনগুলো রক্ষণাবেক্ষণের কাজে বাঁশ ও জালের মতো অনিরাপদ উপকরণ ব্যবহার করা হয়েছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে থাকতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ। হংকং পুলিশ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার সার্ভিসের সদস্য মারা গেছেন।
আবাসিক এলাকাটি বেসরকারি হাউজিং কমপ্লেক্স। এখানে ৮টি বহুতল ভবন রয়েছে। হাউজিং কমপ্লেক্সে প্রায় ২ হাজার অ্যাপার্টমেন্ট ছিল। আদমশুমারির তথ্যমতে, এই আবাসিক এলাকায় ৪ হাজার ৬০০ জনেরও বেশি বাসিন্দা বাস করেন। এখানে অনেক শিশু, বৃদ্ধ বাসিন্দা বসবাস করেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



