ছবি: সংগৃহীত
পুলিশে পদোন্নতি এবং পদায়নে বড় রদবদল হয়েছে। অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি এবং ৬৪ জেলার পুলিশ সুপার পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত চারটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। শিগগিরই লটারির মাধ্যমে ওসি পরিবর্তন হবে বলে সূত্র নিশ্চিত করেছে। এদিকে সারা দেশের জজ আদালতের ৮২৬ বিচারককে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পদোন্নতি ও পদায়নসংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
গতকাল সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে জেলাগুলোকে তিন শ্রেণিতে এ, বি ও সি ক্যাটাগরি বিভাগ করে এসপি পদায়ন করা হয়েছে।
প্রথমে মেধাবী কর্মকর্তাদের বেছে নেওয়া হয়েছে, কেউ বাদ পড়েননি। এরপর কে কোন জেলায় যাবেন তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। ওসিদের পদায়নেও লটারি হবে বলেও জানিয়েছেন তিনি।
লটারির মাধ্যমে ৬৪ জেলায় এসপি নির্বাচিত হলেন যারা : ঢাকার পুলিশ সুপার আনিসুজ্জামানকে কুমিল্লায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে কুষ্টিয়ায়, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারকে টাঙ্গাইলে, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে জামালপুরে, নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলমকে মুন্সিগঞ্জে, মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জে, টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানকে ময়মনসিংহে, বর্তমানে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মারুফাত হুসাইনকে রংপুরে, পিবিআইয়ের পুলিশ সুপার শাহাদাত হোসেনকে বগুড়ায়, শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলামকে ফরিদপুরে, রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলামকে শেরপুরে, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে রাজশাহীতে, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে বাগেরহাটে, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে নারায়ণগঞ্জে, নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে খাগড়াছড়িতে, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে যশোরে, জিএমপির উপপুলিশ কমিশনার রবিউল হাসানকে চাঁদপুরে, চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জে, ডিএমপির উপপুলিশ কমিশনার (পুলিশ অধিদপ্তদরের এআইজি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) শফিকুল ইসলামকে ফেনীতে, রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনকে কিশোরগঞ্জে, খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েলকে সাতক্ষীরায়, বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারকে ভোলায়, নোয়াখালীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুককে নরসিংদীতে, ডিএমপির উপপুলিশ কমিশনার শাহ মো. আবদুর রউফকে ব্রাহ্মণবাড়িয়ায়, ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানকে মাগুরায়, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহম্মেদ খাঁনকে চট্টগ্রামে, চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিবকে রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হককে মাদারীপুরে, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে খুলনায়, গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানকে ঝালকাঠি, ৪ এপিবিএন বগুড়ার পুলিশ সুপার মাহফুজ আফজালকে ঝিনাইদহে, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলরি আদেশপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে চাঁপাইনবাবগঞ্জে, খুলনার পুলিশ সুপার টি এম মোশারেফ হোসেনকে নোয়াখালী, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদকে রাজবাড়ীতে, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গায়, বাগেরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামানকে লালমনিরহাটে, যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে শরীয়তপুরে, মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদকে জয়পুরহাটে, নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলামকে পঞ্চগড়ে, পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদকে পাবনায়, পিবিআইয়ের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে সুনামগঞ্জে, মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পিরোজপুরে, বরিশালের পুলিশ সুপার শরিফ উদ্দীনকে গাজীপুরে, পুলিশ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার বগুড়ার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) বেলাল হোসেনকে ঠাকুরগাঁওয়ে, পিবিআইয়ের পুলিশ সুপার আবদুর রহমানকে বান্দরবান, ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে মেহেরপুরে, বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে নড়াইলে, পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফকে পটুয়াখালীতে, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামকে বরিশালে, এসপিবিএনের পুলিশ সুপার জসীম উদ্দিনকে গাইবান্ধায়, ডিএমপির উপপুলিশ কমিশনার খন্দকার ফজলে রাব্বিকে কুড়িগ্রামে, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে নওগাঁয়, বগুড়ার পুলিশ সুপার জেদান আর মুসাকে দিনাজপুরে, জয়পুরহাটের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে নাটোরে, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার হাবীবুল্লাহকে গোপালগঞ্জে, পাবনার পুলিশ সুপার হিসেবে বদলরি আদেশপ্রাপ্ত এ এন এম সাজেদুর রহমানকে কক্সবাজারে, ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে সিলেটে, দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মিজানুর রহমানকে ঢাকায়, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে নীলফামারী, সিআইডির পুলিশ সুপার আবু তারেককে লক্ষ্মীপুরে, গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ সারওয়ার আলমকে মানিকগঞ্জে, নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনকে মৌলভীবাজার, পিবিআইয়ের পুলিশ সুপার কুদরত-ই খুদাকে বরগুনায় ও লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলামকে নেত্রেকোনায় পদায়ন করা হয়েছে।
যারা ডিআইজি হলেন : পিবিআই অতিরিক্ত ডিআইজি ওয়ালিদ হোসেন, আরআরএএফ এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আলী আকবর খান, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, মো. শাহরিয়ার, এসবির অতিরিক্ত ডিআইজি মো. আবদুল্লাহ আল মামুন, ডা. মোহাম্মদ আবদুল কাদের, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. একরামুল হাবীব, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. মাসুম বিল্লাহ তালুকদার, এসবির অতিরিক্ত ডিআইজি মো. নজমুল হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আশিক সাঈদ, ডিএমপির যুগ্ম কমিশনার মো. আনিছুর রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম, সিআইডির অতিরিক্ত ডিআইজি ড. মো. আবু মামুনুল আনসারী, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবদুল মাবুদ, খুলনা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুহাম্মদ ফয়েজুল কবীর, এসবির অতিরিক্ত ডিআইজি মু. মাহবুবুর রশীদ, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সামসুল আলম, ৯ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সামসুল হক, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান, জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, রাঙামাটির পিএসটিএস কমান্ড্যান্ট ড. মো. আবদুস সোবাহান, এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ ওসমান গণী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করীম, আরআরএফ কমান্ড্যান্ট মোহাম্মদ হাসান বারী নুর, এসবি অতিরিক্ত ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, সিএমপির অতিরিক্ত কমিশনার মো. হুমায়ুন কবীর, খুলনা আরআরএফ কমান্ড্যান্ট নওরোজ হাসান তালুকদার।
জজ আদালতের ৮২৬ বিচারককে পদোন্নতি : পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের দপ্তরপ্রধান বা মনোনীত কর্মকর্তার কাছে ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ হয়েছেন ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হয়েছেন ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।
প্রজ্ঞাপনে প্রশিক্ষণে থাকা, মাতৃত্বকালীন ছুটি বা দেশের বাইরে ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে স্ব স্ব কার্যভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।
১৬৬ উপজেলায় নতুন ইউএনও : সারা দেশের ১৬৬ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশে তাদের বিভিন্ন উপজেলায় পদায়ন করা হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
আসন্ন জাতীয় নির্বাচনে এই কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা (এআরও) হওয়ার কথা। জানা গেছে, পদায়ন হওয়া কর্মকর্তারা ৩৭ বিসিএসের কর্মকর্তা।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



