ছবি: সংগৃহীত
সদ্য থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া মিস ইউনিভার্সের মূল মঞ্চে অংশ নিয়ে ১৯ দিন পর আজ মঙ্গলবার বিকেলে দেশে ফিরেছেন তানজিয়া জামান মিথিলা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি একটু সরাসরি কথাগুলো বলছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না, সেরা ৩০ চূড়ান্ত। এর থেকে বেশি ওরা দেবে না। বিজয়ী হতে হলে অনেক কাজ করতে হবে।
এরপর তিনি বলেন, যারা সেরা ৩০-এ গিয়েছে আমি দেখেছি প্রত্যেকেই মিস ইউনিভার্স-এর মুকুট পাওয়ার যোগ্য। আর বাংলাদেশ থেকে এই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেল। আমি মনে করি, এটা আমাদের কাছে জয়ের মতো আনন্দের। আমি বাংলাদেশের জন্য রেভুলেশন এনেছি।
দেশের মানুষ অনেক সাপোর্ট করেছেন, তারা ভোট দিয়েছে এজন্য তাদের কৃতজ্ঞতা জানাই। আগামীতে যারা এই মঞ্চে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে আমি তাদের যে কোনো ধরনের হেল্প লাগলে করব।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর মিথিলাকে বিকিনি পরা অবস্থায় দেখে অনেকে বাংলাদেশ থেকে তার কড়া সমালোচনা করেন।
এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘ক্লোজ ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম, সুইম স্যুট ওয়ার এই চারটি জিনিসের ওপর মার্কিং করা হয়।
এগুলো যদি কেউ ঠিকমতো করতে না পারে তাহলে সে সেরা ৩০ কিংবা টপ পজিশনে যেতে পারবে না। আমি সেরা ৩০ হয়েছি, এটাও পারতাম না যদি সুইম স্যুট ওয়ার না করতাম। বিকিনি বাংলাদেশ থেকে আমি প্রথম পরিনি, আগেও অনেকে পরেছে। আমি কোনোভাবে আমার দেশকে ছোট করিনি।’
নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘মিস ইউনিভার্স ২০২৫’।
এবারের আসরে বিজয়ী হন ম্যাক্সিকোর ফাতিমা বোশ, প্রথম রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড প্রবিনার সিং।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



