ছবি: সংগৃহীত
আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে ২৭ জন নিহত এবং প্রায় এক হাজার জন আহত হয়েছে বলে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। একই সঙ্গে তারা উদ্ধার অভিযান সমাপ্তির ঘোষণা করেছে।
সোমবার গভীর রাতে আঘাত হানা ৬.৩ মাত্রার এই ভূমিকম্পের হতাহতের বেশির ভাগ ঘটনাই বালখ ও সামাঙ্গান প্রদেশে ঘটেছে বলে মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান এক বিবৃতিতে জানিয়েছেন।
আফগান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের বেশির ভাগই গুরুতর অবস্থায় নেই।
জামান বলেন, ‘সব প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য প্রচেষ্টা এবং দ্রুত প্রতিক্রিয়ার ফলস্বরূপ, কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধার অভিযান সম্পন্ন করেছে।’
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সামাঙ্গানের খোলম জেলায়, যা মাজার-ই-শরিফ শহরের কাছে অবস্থিত।
খোলমে এএফপির একজন সংবাদদাতা দেখেছেন, প্রবল বৃষ্টিপাত সত্ত্বেও বাসিন্দারা তাদের বাড়িঘরের ধ্বংসস্তূপ সরাচ্ছে।
রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা জানিয়েছে, তারা এখনো ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছে।
এই ভূমিকম্পটি আগস্ট মাসের শেষের দিকে হওয়া এক মারাত্মক কম্পনের পরে ঘটল, যা পাকিস্তানের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে আঘাত হেনেছিল এবং তালেবান কর্তৃপক্ষের মতে, তাতে দুই হাজার ২০০ জনেরও বেশি লোক নিহত ও প্রায় চার হাজার জন আহত হয়েছিল।
আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক সেই ভূমিকম্পটি ছিল অগভীর এবং তা প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে আঘাত হেনেছিল, যেখানে দুর্বলভাবে নির্মিত বাড়িগুলো ধসে পড়েছিল।
আফগানিস্তানে ভূমিকম্প সাধারণ ঘটনা, বিশেষ করে হিন্দু কুশ পর্বতশ্রেণি। বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



