
ছবি: সংগৃহীত
আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক সীমান্তসংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে ফোনালাপে এ বিষয়টি উঠে আসে।
শনিবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।
আলাপচারিতায় আরাগচি আফগানিস্তান ও পাকিস্তান—দুই প্রতিবেশী মুসলিম দেশের প্রতি সংযম প্রদর্শন, সংঘাত বন্ধ ও আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, এই উত্তেজনা অব্যাহত থাকলে কেবল মানবিক ক্ষয়ক্ষতি নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তেহরান আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপ সহজতর ও উত্তেজনা কমাতে প্রস্তুত।
অন্যদিকে, আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি আরাগচিকে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং বলেন, ইসলামিক আমিরাত সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানকেই অগ্রাধিকার দেয়, সামরিক সংঘাত নয়।
দুই পররাষ্ট্রমন্ত্রী হেলমন্দ নদীর পানি বণ্টন চুক্তি নিয়েও আলোচনা করেন।
তারা বিদ্যমান চুক্তিগুলো মেনে চলা, কারিগরি সহযোগিতা জোরদার করা এবং পানি অপচয় রোধে যৌথ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন, যাতে চলতি মৌসুমে ইরান তার ন্যায্য পানিস্বত্ব পায়।
আলাপের শেষে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করা, সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং আঞ্চলিক বিষয়ে বিদেশি হস্তক্ষেপ ঠেকানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা ভবিষ্যতেও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ঘনিষ্ঠ পরামর্শ ও সমন্বয় চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন।
বাংলাবার্তা/এমএইচ