ছবি: সংগৃহীত
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল গেল ৭ নভেম্বর তাদের প্রথম সন্তান জন্মের সুখবর জানান। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি সুন্দর পোস্টকার্ডে নবজাতক পুত্রের আগমনের কথা জানান তারা। সম্প্রতি এই দম্পতির পরিবারের এআই দিয়ে বানানো একটি ছবি নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়—ক্যাটরিনা কাইফ, তার স্বামী ভিকি কৌশল এবং ভিকির মা বীণা কৌশল একটি সোফায় বসে আছেন। বীণা কৌশলের কোলে শান্তভাবে ঘুমিয়ে আছে নবজাতক। শিশুটিকে কম্বলে জড়ানো অবস্থায় অত্যন্ত মিষ্টি লাগছে।
ছবিটির পটভূমি তাদের আগের কোনো গৃহস্থালি ছবির পরিবেশ থেকেই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ছবি শেয়ার করেছে ক্যাটরিনার একটি জনপ্রিয় ফ্যানপেজ। এই ছবিটি শেয়ার করা বা বিশ্বাস করা থেকে ভক্তদের বিরত থাকতে অনুরোধ করেছেন এই দম্পতি।
ইনস্টাগ্রামেই ছেলের জন্মের খবর প্রথম জানান ভিকি কৌশল। নাতির জন্মে উচ্ছ্বসিত ভিকির বাবা শ্যাম কৌশলও ইনস্টাগ্রামে একটি বার্তা শেয়ার করেছেন।
উল্লেখ্য, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সূত্র- এনডিটিভি
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



