ছবি: সংগৃহীত
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ জন্ম নিল নতুন ইতিহাস। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। এই বিশেষ দিনে নিজের সহযোদ্ধাকে নিয়ে আবেগঘন এক স্মৃতিচারণ করেছেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন দিনে মুশফিকের পাশে থেকে উদযাপন করতে না পারার আক্ষেপও ছিল সাকিবের পোস্টে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ পোস্টে মুশফিককে নিজের পথচলার অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন সাকিব।
সাকিব লেখেন, ‘লর্ডসে আপনার খেলা প্রথম টেস্ট ম্যাচ মনে আছে। বিকেএসপির বিনোদন কক্ষে প্রতিটি বল দেখেছি। সেদিন থেকে আপনি আমার জন্য বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা।
আপনি অনেক দিন ধরেই খেলেছেন এবং নিজের সেরাটা দিয়েছেন। বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি এবং এখন ও সামনে যত দিন খেলব আপনিই হবেন আমার অধিনায়ক।’
মুশফিককে শুভেচ্ছা জানিয়ে নিজে না খেলতে পারার আক্ষেপ থেকে সাকিব লিখেন, ‘মুশফিক ভাই, এই বিশেষ মুহূর্তে ১০০তম টেস্টের জন্য আপনাকে শুভকামনা জানাই। যেকোনো ক্রিকেটারের জন্যই এটা ঐতিহাসিক অর্জন।
যেভাবে আপনার প্রথম ম্যাচ দেখেছিলাম, তেমনি ১০০তম টেস্টেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি ম্যাচটি উপভোগ করবেন। যদি এমন হতো ম্যাচটি আপনার সঙ্গে খেলে মাঠে আপনার অর্জন উদযাপন করতে পারতাম!’
২০০৫ সালে অভিষেকের পর লম্বা ২০ বছর পেরিয়ে মুশফিক আজ স্পর্শ করলেন অনন্য এক অধ্যায়। গড়ে বছরে প্রায় পাঁচটি করে টেস্ট খেলে তৈরি করেছেন নিজের সমৃদ্ধ ক্যারিয়ার। ৩৮ বছরের মুশফিক এখন শুধু টেস্ট খেলেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছেন এই কিংবদন্তি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



