ছবি: সংগৃহীত
আবুধাবি টি-টেন লিগে খেলবেন তাসকিন আহমেদও। বাংলাদেশি পেসারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স।
তাসকিনকে ‘দ্য হিট’ সম্বোধন করে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে ফ্র্যাঞ্চাইজি ওয়ারিয়র্স লিখেছে, ‘স্বাগত দ্য হিট! ২০২৫ আবুধাবি টি-টেনে নর্দান ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ।’ প্রতি উত্তরে বাংলাদেশি পেসার নিজের ফেসবুকে পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘হ্যালো নর্দান ওয়ারিয়র্স।
তাসকিনের আগে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া রয়্যাল চ্যাম্পসকে নেতৃত্বও দেবেন সাকিব। অন্যদিকে অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে খেলবেন সাইফ। পেসার নাহিদ রানাও সুযোগ পেয়েছিলেন।
বিসিবি তাকে অনাপত্তিপত্র না দেওয়ায় ভিস্তা রাইডার্সের হয়ে খেলা হচ্ছে না নাহিদের।
৮ দলের টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৮ নভেম্বর। উদ্বোধনী ম্যাচেই খেলবে ওয়ারিয়র্স। তাদের প্রতিপক্ষ কোয়েটা ক্যাভালরি।
ফাইনাল হবে ৩০ নভেম্বর।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



