ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাট ও বিজয় ভার্মার প্রেমের তরী ডুবে যাওয়ার খবর সবার জানা। এবার গুঞ্জন, তামান্নাকে ভুলতেই বিজয় মন দিয়েছেন ফাতিমা সানা শেখকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মুক্তির অপেক্ষায় বিজয়ের নতুন ছবি ‘গুস্তাখ ইশ্ক’।
এতে তার বিপরীতে আছেন দঙ্গলকন্যা। ছড়িয়েছে, পর্দার পেছনেও একে অন্যের ইশকে বাঁধা পড়েছেন তারা। ছবির প্রথম পোস্টার থেকেই এ গুঞ্জন।
এবার বিজয় খুলেছেন মুখ।
ফাতিমাকে ফুরফুরে বাতাসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “ফাতিমার সঙ্গে কাজ করা মানেই স্বস্তি। ও ফুরফুরে হওয়ার মতো...ভীষণ সোজাসাপটা একজন মানুষ। অভিনেত্রী হিসেবেও যথেষ্ট ভালো। আর একইসঙ্গে মজা করতে ভালোবাসে, ঠাণ্ডা মাথার আর কাজের প্রতি ভীষণ একাগ্রতা ওর।
শুটিংয়ে প্রতিটা শটেই নিজের ১০০ শতাংশের বেশি দেয়। শটটা ঠিকঠাক না হওয়া পর্যন্ত শান্ত হয় না।”
দুজনের রসায়ন নিয়েও মুখ খুলেছেন অভিনেতা। তার কথায়, “আমাদের রসবোধের সেন্সটা একটু অন্যরকমের। ফলে ওর সঙ্গে কাজ করতে খুবই মজা লাগে।”
রোমান্সে ভরপুর ছবি ‘গুস্তাখ ইশ্ক’। ফাতিমার সঙ্গে সেসব রোমান্স নিয়ে তামান্নার প্রাক্তন বলেন, “এই ছবিতে প্রেমটা খুব পুরনো দিনের, যেখানে কথা কম, অনুভূতি বেশি। সেই চেপে রাখা, সেই নীরবতা, সেই ধীরে-ধীরে ফুটে ওঠা আবেগ… এই ব্যাপারটাই অভিনয় করতে সবচেয়ে ভালো লেগেছে। ফতিমাও দারুণভাবে সেটি এক্সপ্লোর করেছে।” তিনি ফের জানান,“ ওই যে বললাম ফতিমা ঠান্ডা, ফুরফুরে হওয়ার মতো। ভীষণ আনন্দ দেয় ওর উপস্থিতি।”
২০২৩-এ বিমানবন্দরে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল তামান্না-বিজয়কে। সে বছরের শুরুতে গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। এবার সে উপাখ্যান ভুলে নেটিজেনরা পড়তে আগ্রহী বিজয়-ফাতিমার কথা।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



