ছবি: সংগৃহীত
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ কভার করার সময় মঙ্গলবার আলজাজিরার এক সাংবাদিককে গুলি করে আহত করেছে ইসরায়েলি সেনারা। এ সময় এএফপির সাংবাদিক ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।
বিক্ষোভকারীরা উত্তর পশ্চিম তীরের টুলকারেম শহরের উপকণ্ঠে থাকা নূর শামস শরণার্থী শিবির থেকে ইসরায়েল কর্তৃক তাদের উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন।
আলজাজিরা বলেছে, ‘আল জাজিরা ক্যামেরাম্যান ফাদি ইয়াসিনকে টুলকারেম শহরে ইসরায়েলি বাহিনী পায়ে গুলি করেছে।
এএফপি সাংবাদিকদের মতে, প্রায় ১৫০ জন শিবিরবাসীর ভিড়ের মধ্যে কাজ করার সময় গুলি লাগার পর সাংবাদিককে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়।
আহত সাংবাদিককে সরিয়ে নেওয়য়া ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির প্যারামেডিক আবদুল্লাহ নয়রাত বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল এবং আমরা রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করতে পেরেছি। একটি গুলি ডান পায়ের বাইরের দিক দিয়ে ঢুকে বাম উরুতে গিয়ে লাগে।’
নূর শামসের বাসিন্দারা তাদের শিবিরের ভেতরে নিজেদের ঘরে ফেরার অধিকারের দাবিতে বিক্ষোভ করছিলেন।
চলমান ইসরায়েলি সামরিক অভিযানের সময় ২০২৫ সালের শুরুর দিকে এই শিবিরটি খালি করা হয়; ওই অভিযান উত্তর পশ্চিম তীরের কয়েকটি শরণার্থী শিবিরে চলছে।
শিবিরের ভেতর থেকে গুলির শব্দ শোনা যাওয়ার পর ইয়াসিন মাটিতে পড়ে যান বলে এএফপি সাংবাদিকরা জানান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।
এরপর ইসরায়েলি সেনারা শিবিরের ভেতর থেকে নেমে এসে ভিড় ছত্রভঙ্গ করে এবং দু’জন বিক্ষোভকারী ও জর্ডানিয়ান টেলিভিশন চ্যানেল ‘রোয়া’র এক ক্যামেরাম্যানকে অল্প সময়ের জন্য আটক করে।
এএফপি মন্তব্য চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।
বিক্ষোভ ছত্রভঙ্গ হওয়ার আগে এএফপিকে নূর শামসের বাসিন্দা নোহা জায়েত বলেন, ‘আমাদের সবচেয়ে মৌলিক অধিকারগুলোর একটি হলো ওই (শরণার্থী) শিবির—১৯৪৮ সালে যখন তারা আমাদের উচ্ছেদ করেছিল।’
শরণার্থী শিবিরগুলো গড়ে উঠেছিল ফিলিস্তিনিদের জন্য যারা ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সময়ে বর্তমান ইসরায়েলের ভূখণ্ড থেকে পশ্চিম তীর, গাজা ও প্রতিবেশী আরব দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন বা তাড়িয়ে দেওয়া হয়েছিল।
৫৬ বছর বয়সী জায়েত আরো বলেন, ‘আমাদের আমাদের ঘরে ফিরতেই হব, এবং শিবিরে কোনো সেনা থাকতে পারবে না।’
ইসরায়েল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে।
তারা বলছে, মাসব্যাপী এই অভিযানের উদ্দেশ্য হলো উত্তরাঞ্চলের কয়েকটি শিবিরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি দমন করা।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলছে, উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলের অভিযানে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



