ছবি: সংগৃহীত
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তের কাছে দুটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় অভিযান চালিয়ে ১৫ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনী এই খবর জানিয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতি অনুসারে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে প্রথমে অভিযান চালিয়ে ১০ জন পাকিস্তানি তালেবানকে হত্যা করে সেনারা। এরপর উত্তর ওয়াজিরিস্তান জেলায় দ্বিতীয় অভিযানে আরো পাঁচ যোদ্ধা নিহত হয়।
ওই এলাকায় আরো কোনো সন্ত্রাসবাদী লুকিয়ে আছেন কি না, তা নিশ্চিত হতে নিবিড় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।
সেনাবাহিনী নিহতদের ‘খাওয়ারিজ’ হিসেবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষ ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে আফগানিস্তান ও ভারতের সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের জন্য। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান (টিটিপি)-এর সদস্যরাও রয়েছে।
তবে যোদ্ধাদের সমর্থনের অভিযোগ কাবুল ও নয়াদিল্লি অস্বীকার করেছে। পাকিস্তানি তালেবানরা আফগানিস্তানের তালেবান থেকে পৃথক গোষ্ঠী হলেও, তারা মিত্র গোষ্ঠী।
অনেক টিটিপি নেতা এবং যোদ্ধা আফগান সীমান্তের ওপারে অভয়ারণ্য থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে বলে বিশ্বাস পাকিস্তানের, যা ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাচ্ছে।
পাকিস্তানে খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তান প্রদেশে আবার সন্ত্রাসবাদী তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠেছে।
নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান (টিটিপি) সরকারের সঙ্গে বিদ্যমান এক অস্ত্রবিরতি ২০২২ সালের নভেম্বরে ভেঙে দেওয়া পর থেকেই দেশটিতে সন্ত্রাসবাদী হামলা বাড়তে শুরু করে।
সূত্র : এপি
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



