ছবি: সংগৃহীত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংক্রান্ত শান্তি প্রস্তাবকে সমর্থন করেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই পরিকল্পনায় গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েন এবং ফিলিস্তিনের সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাব্য পথ অন্তর্ভুক্ত রয়েছে। ভোটের ফল ছিল ১৩–০। তবে চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে।
খবর দ্য গার্ডিয়ানের।
পরিষদে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে মার্কিন দূত মাইক ওয়াল্ট্জ বলেন, এই প্রস্তাব অঞ্চলটির মানুষদের জন্য ‘ইসরায়েলি ও ফিলিস্তিনিদের একটি নতুন পথ’ দেখাচ্ছে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি প্রস্তাবে যুক্ত করা ছিল মূলত আরব ও ইসলামি বিশ্বের সমর্থন পেতে যুক্তরাষ্ট্রের মূল্য, কারণ এই দেশগুলোই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর শান্তিরক্ষী প্রদানে প্রস্তুত।
কিন্তু ভোটের আগের দিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন যে তার সরকার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী।
এতে প্রশ্ন উঠেছে—ইসরায়েল আদৌ কি এই জাতিসংঘ অনুমোদিত পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে কি না?
ভোটের পর হামাস প্রস্তাবটিকে গাজার ওপর চাপিয়ে দেওয়া একটি ‘আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা’ বলে মন্তব্য করে এবং জানায়, তারা কোনোভাবেই নিরস্ত্র হবে না। এই অবস্থার প্রেক্ষিতে গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের বাস্তবায়ন এখনো গভীর অনিশ্চয়তার মুখে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



