
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্বিবিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের রাকিবুল হাসান জানান, দুপুর ২ টা ৩২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
শিক্ষার্থীরা জানান, হলের সিঁড়ির নিচে বিভিন্ন রুমের কানেকশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস এসে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলায় কারও কোনো ক্ষতি হয়নি।
সূত্র : বাংলানিউজ