
সমাবর্তন ফি কমানোর দাবিতে যবিপ্রবিতে মানববন্ধন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আসন্ন চতুর্থ সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফি কমানোর দাবি মেনে না নেওয়ার প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছে।
সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
রেজিষ্ট্রেশনের জন্য শিক্ষার্থী প্রতি ৫০০০ (পাঁচ হাজার) টাকা নির্ধারন করেছিল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। পরবর্তীতে ফি কমিয়ে স্নাতক ৩০০০ টাকা ও স্নাতক-স্নাতকোত্তর সহ ৪৫০০ টাকা নির্ধারণ করে দেয় যবিপ্রবি কতৃপক্ষ।
কিন্তু শিক্ষার্থীদের দাবী স্নাতকদের জন্য ২০০০ টাকা এবং স্নাতকোত্তরদের জন্য ১০০০ টাকা। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।
শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে রেজিষ্ট্রেশনের সময় সীমাবৃদ্ধি করে প্রশাসন। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল থেকে সমাবর্তন রেজিষ্ট্রেশনের সময় সীমা বৃদ্ধি ও বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের শতাধিক শিক্ষার্থী।