ছবি: সংগৃহীত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বর মাসের মধ্যে গণভোটসহ পাঁচ দাবিতে আজ শনিবার ঢাকাসহ সব মহানগরী ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।
অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
এর আগে গত রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।
শনিবারের বিক্ষোভ মিছিল সফল করতে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশে বিবৃতি দিয়েছে দলগুলো। এতে জনগণকে এই গুরুত্বপূর্ণ দাবি আদায়ে শরিক হতে আহ্বান জানানো হয়।
দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এর আগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলগুলো।
আজ সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। পরে ২৭ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবেন জামায়াত ও সমমনা আট রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



