
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সংঘটিত অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন তিনি।
গতকাল শনিবার রাতে এক বিবৃতিতে তারেক রহমান এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই সংকটময় সময়ে যাঁরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের আমি আন্তরিক সাধুবাদ জানাই।
তাঁদের দ্রুত ও দৃঢ় পদক্ষেপ আমাদের আবারও স্মরণ করিয়ে দিয়েছে জনসেবায় তাঁরা কতটা নিবেদিতপ্রাণ।’
তারেক রহমান বলেন, ‘আমি জোরালোভাবে আহবান জানাই যে এই অগ্নিকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালিত হোক। কারণ সম্প্রতি দেশে অগ্নিকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে, যা আমাদের সবার জন্যই একটি বড় সতর্কবার্তা।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা প্রকাশ করেন, ‘এসব দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নিয়ে আগাম নিরাপত্তাব্যবস্থা আরো শক্তিশালী করতে হবে।
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত : শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্যে তাঁদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে।
কেউ কেউ মনে হয় আরো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথা বলেছেন। এ ছাড়া আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বেশ কিছু দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত।’
ঘরে ঘরে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গ্রাম থেকে গ্রামে ঘরে ঘরে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে গ্রামে গ্রামে পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনো রোগীকে আর হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হবে না।
রোগীরা বেডে থেকেই সর্বোচ্চ চিকিৎসাসেবা পাবে। গ্রামের প্রতিটি পরিবারের মাকে একটি চিকিৎসা কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই সেবা পাবে।’
গতকাল বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ফাউন্ডেশনের সহসভাপতি ও তারেক রহমানের স্ত্রী প্রখ্যাত কার্ডিওলজিস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমানের পরামর্শে এই স্পেশাল ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, ‘এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের আত্মত্যাগ ও মানুষের জন্য পথচলা ইতিহাস হয়ে থাকবে। স্বল্প সামর্থ্যে বহু মানুষকে আকাশচুম্বী সফলতা দিয়েছে এই ফাউন্ডেশন।’
বগুড়ার বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে স্পেশাল ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ঢাকা ও বগুড়া থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাত-আট হাজার মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ফাউন্ডেশনের পরিচালক মো. সাঈদ খান, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ।
বাংলাবার্তা/এমএইচ