ছবি : সংগৃহীত
বিতর্কিত ইসকনকে নিষিদ্ধ করার দাবি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজতের ঢাকা মহানগরী শাখা আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালন করবে।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জামিয়া রাহমিয়া আরাবিয়া মোহাম্মদপুরে সংগঠনটির ঢাকা মহানগরী শাখার বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়। বৈঠকে ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব সভাপতিত্ব করেন।
বৈঠকে নেতারা বলেন, পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করছে। তারা হিন্দুদের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবেই দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তাকে গৃহযুদ্ধ বাধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে?
বৈঠকে ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান হেফাজত ইসলামের নেতারা।
বাংলাবার্তা/এমআর
.png)
.png)
.png)



