ছবি: সংগৃহীত
ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রপন্থি ভারতীয়দের হামলার ঘটনায় দিল্লির দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন এবং তাঁকে সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা মোটেও সঠিক নয়। ঢাকা এখনো আশা করছে, ভারত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। তিনি বলেন, এটি শুধু কয়েকজনের এসে হুমকি দেওয়ার বিষয় নয়; সেখানে দুজন গার্ড উপস্থিত থাকলেও তারা কার্যকর ভূমিকা রাখেননি। ভবিষ্যতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। এর আগে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন-এর সামনে বিক্ষোভের প্রসঙ্গ তুলে ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ঘটনাটি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে হামলার অভিযোগ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ঘটনাটি নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা দেখা গেছে। তিনি জানান, প্রকৃতপক্ষে ২০ ডিসেম্বর (শনিবার) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন-এর সামনে ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়ে বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও বলেন, এ ঘটনায় নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টা হয়নি কিংবা কোনো নিরাপত্তাজনিত পরিস্থিতিও সৃষ্টি হয়নি। ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই ওই দলকে ছত্রভঙ্গ করে দেন। এসব ঘটনার দৃশ্যমান প্রমাণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে জানিয়ে জয়সওয়াল বলেন, আমাদের কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ভারতের গভীর উদ্বেগ জানানো হয়েছে। ভারত দীপু চন্দ্র দাসের বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানায়।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



