ছবি: সংগৃহীত
মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম রবিবার ইসরায়েল সফরে গিয়ে হামাস ও হিজবুল্লাহকে পুনরায় অস্ত্র সংগ্রহের অভিযোগ করে দাবি করেন, ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠীটি গাজায় নিজেদের ক্ষমতা আরো সুসংহত করার চেষ্টা করছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছর ধরে চলা যুদ্ধের পর অক্টোবর থেকে একটি নাজুক যুদ্ধবিরতি বজায় আছে, যদিও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ করছে।
ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি পৃথক যুদ্ধবিরতি ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর হয়, এক বছরেরও বেশি সময়ের সংঘর্ষের পর। তবে এর পরও ইসরায়েল লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে।
ইরানঘনিষ্ঠ এই দুই গোষ্ঠীর অস্ত্রভাণ্ডার ভেঙে দেওয়া—ইসরায়েলের দৃষ্টিতে—যেকোনো স্থায়ী শান্তির জন্য একটি প্রধান শর্ত।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় গ্রাহাম বলেন, ‘আমার ধারণা, হামাস নিরস্ত্র হচ্ছে না, বরং তারা পুনরায় অস্ত্র সংগ্রহ করছে।’
তিনি আরো বলেন, ‘আমার ধারণা, তারা গাজায় ক্ষমতা সুসংহত করার চেষ্টা করছে এবং তা ছাড়তে চাচ্ছে না।’
দক্ষিণ ক্যারোলিনার এই রিপাবলিকান সিনেটর, যিনি গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতায় ভূমিকা রাখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র—যোগ করেন, তার বিশ্বাস হিজবুল্লাহও একইভাবে পুনরায় অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে।
গ্রাহামের ভাষায়, ‘আমার ধারণা, হিজবুল্লাহ আরো অস্ত্র বানানোর চেষ্টা করছে… এটা গ্রহণযোগ্য ফলাফল নয়।’
এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘দুই ক্ষেত্রেই আপনি ঠিক বলেছেন,’ এবং সিনেটরকে ‘ইসরায়েলের একজন মহান বন্ধু’ হিসেবে প্রশংসা করেন।
গ্রাহামের মন্তব্য আসে এমন এক সময়, যখন এর এক দিন আগে গাজা যুদ্ধে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক উভয় পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছেন।
এই ধাপে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, হামাসের পরিবর্তে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ গঠন করে ভূখণ্ডটি শাসন, এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে।
দ্বিতীয় ধাপে গাজার নিরস্ত্রীকরণও অন্তর্ভুক্ত, যার মধ্যে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে।
হামাস মধ্যস্থতাকারী দেশগুলো ও ওয়াশিংটনের কাছে যুদ্ধবিরতির ‘ইসরায়েলি লঙ্ঘন’ বন্ধের আহ্বান জানিয়েছে।
গাজায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি স্কুলে শুক্রবার ইসরায়েলি বোমা হামলায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা, যা হামাসের অধীনে পরিচালিত।
এদিকে লেবানন সরকার দেশটির দক্ষিণাঞ্চল থেকে শুরু করে হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে ইসরায়েল লেবাননের সেনাবাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং হিজবুল্লাহ নিজেও বারবার তাদের অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



