ছবি: সংগৃহীত
চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে বেনাপোল কাস্টম হাউসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১,০১৩ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের জুলাই–ডিসেম্বর সময়ে বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৪,১৩৩ কোটি টাকা, যা থেকে আদায় হয়েছে ৩,১২০ কোটি টাকা।
মাসভিত্তিক হিসাবেও রাজস্ব পতনের ছবি স্পষ্ট। জুলাই মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আদায় হয়, তবে পরবর্তী মাসগুলোতে ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রার তুলনায় কম রাজস্ব আদায় হয়েছে। আগস্টে ৪৯৩ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৪৭ কোটি টাকা, সেপ্টেম্বরে ৬০১ কোটির বিপরীতে ৫১৩ কোটি, অক্টোবরে ৬৪৫ কোটির বিপরীতে ৪৪৯ কোটি, নভেম্বরে ৭৫৫ কোটির বিপরীতে ৫৬৪ কোটি এবং ডিসেম্বরে এক হাজার ১৩১ কোটির লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬০০ কোটি টাকা।
বাণিজ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক শীতল হওয়ায় দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব পড়েছে। এছাড়া বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ নানা সমস্যাও রয়েছে। বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, আগে বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৫০০–৫৫০ পণ্যবাহী ট্রাক আসত, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ২৫০–৩০০ ট্রাকে। রপ্তানি করা হতো ৩০০ ট্রাক পণ্য, যা এখন কমে হয়েছে ১৫০ ট্রাক। ফলে আমদানি ও রপ্তানি হ্রাসের কারণে রাজস্ব আদায়ও কমে গেছে।
বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অটল বিহারী বলেন, অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে। আমদানি বাণিজ্য কমে যাওয়াই এর প্রধান কারণ। তবে শুল্কায়ন প্রক্রিয়া সহজ করা, দ্রুত পণ্য খালাস এবং রাজস্ব ব্যবস্থাপনা জোরদারে কাজ চলছে। আশা করা হচ্ছে, অর্থবছরের শেষ দিকে রাজস্ব আদায়ে উন্নতি হবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



