ছবি: সংগৃহীত
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বিবেচনায় নিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ই-মেইল পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো দাবি করে, আইসিসি ও বিসিবির মধ্যে হওয়া এক ভার্চ্যুয়াল বৈঠকে বাংলাদেশের অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছে আইসিসি এবং জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।
তবে বিসিবি এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান ও মুখপাত্র আমজাদ হোসেন বলেন, ‘ক্রিকইনফোতে যে খবরটি এসেছে, সেটি একদম সত্যি নয়।
আইসিসি আমাদের এ ধরনের কোনো সিদ্ধান্ত জানায়নি।’
আমজাদ হোসেন আরো জানান, আইসিসি বিসিবিকে একটি ই-মেইল পাঠিয়েছে, তবে সেখানে ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যানের কথা বলা হয়নি। বরং ওই ই-মেইলে ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বিসিবির আশঙ্কার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।
এর আগে নিরাপত্তা ও খেলোয়াড়দের সার্বিক কল্যাণের কথা বিবেচনায় নিয়ে বিসিবি আইসিসির কাছে অনুরোধ করেছিল, যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত ছাড়া অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়।
সেই অনুরোধের প্রেক্ষিতেই আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে বলে জানিয়েছে বিসিবি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



