ছবি: সংগৃহীত
২০২৫ সাল মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেট বিশ্বের একাধিক তারকা খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনে এনে দেয় কঠিন অধ্যায়। বিয়ে ভাঙন, সম্পর্কের ইতি ও বিয়ে বাতিলের মতো ঘটনাগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তারকাখ্যাতির চাপ, ব্যস্ত সূচি এবং সার্বক্ষণিক জনদৃষ্টি—সব মিলিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যে কতটা চ্যালেঞ্জিং, তা আবারও স্পষ্ট হয়েছে।
২০২৫ সালে শেষ হওয়া ক্রিকেটারদের সম্পর্ক
১) জেপি ডুমিনি ও সু ইরাসমাসের ১২ বছরের দাম্পত্যের ইতি
সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জেপি ডুমিনি ও তার স্ত্রী সু ইরাসমাস ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আলাদা হওয়ার ঘোষণা দেন।
২০১১ সালে বিয়ে করা এই দম্পতির দুই কন্যা—ইসাবেলা ও অ্যালেক্সা রোজ। যৌথ বিবৃতিতে তারা সন্তানদের সহ-অভিভাবকত্ব ও পারিবারিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। বিচ্ছেদের নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। পরে সু ইরাসমাস সামাজিক মাধ্যমে নতুন সঙ্গী ফ্রাঙ্কো রবার্তোর সঙ্গে মুহূর্ত শেয়ার করেন।
২) যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বহুল আলোচিত বিচ্ছেদ
ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার-কনটেন্ট ক্রিয়েটর ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ ২০ মার্চ মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে চূড়ান্ত হয়। ২০২০ সালের লকডাউনে শুরু হওয়া এই সম্পর্কের ভাঙনের কারণ হিসেবে ‘অসামঞ্জস্য’ উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাসস্থান ও জীবনধারা নিয়ে মতপার্থক্য দীর্ঘদিনের টানাপড়েন তৈরি করেছিল। চাহাল নাকি ৪ কোটি রুপি খোরপোষে সম্মত হন।
আইপিএল ব্যস্ততার কারণে হাইকোর্ট অপেক্ষাকাল মওকুফ করে দ্রুত নিষ্পত্তি করে। আদালতে দুজনের মুখোশ পরে হাজির হওয়া এবং পরবর্তী সামাজিক মাধ্যমের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে আলোচনা আরো বেড়ে যায়।
৩) মেগান শুট ও জেস হোলিওকের বিচ্ছেদ
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের তারকা মেগান শুট সামাজিক মাধ্যমে জানান, তিনি ও তার সঙ্গী জেস হোলিওকে আলাদা হয়েছেন। ২০১৯ সালে বিয়ে করা এই দম্পতির কন্যা রাইলি (জন্ম ২০২১)। শুট বলেন, দাম্পত্য শেষ হলেও সন্তানের প্রতিপালনে দুজনই পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক যোগাযোগ বজায় রাখবেন।
৪) স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে ভেস্তে যায়
ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের নভেম্বরের নির্ধারিত বিয়ে হঠাৎ করেই বাতিল হয়। বিয়ের দিন সকালে মান্ধানার বাবার শারীরিক অসুস্থতা এবং পরবর্তীতে মুচ্ছালের হাসপাতালে ভর্তি হওয়া পরিস্থিতি জটিল করে তোলে। অনলাইনে নানা গুজব ছড়ালেও মুচ্ছলের পরিবার তা নাকচ করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেয়। ডিসেম্বরের শুরুতে উভয় পক্ষই বিয়ে স্থায়ীভাবে বাতিলের বিষয়টি নিশ্চিত করে। মান্ধানা তার ক্রিকেটে মনোযোগ দেওয়ার কথা জানান।
৫) ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাকের বিতর্কিত বিচ্ছেদ
পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ২৮ ডিসেম্বর বিচ্ছেদের ঘোষণা দিয়ে গোপনীয়তা চাইলেও পরদিন সানিয়া আশফাক ভিন্ন বক্তব্য দেন। তিনি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ও মানসিক কষ্টের অভিযোগ তোলেন এবং আইনি প্রক্রিয়া চলমান থাকার ইঙ্গিত দেন। ২০১৬ সালে বিয়ে করা এই দম্পতির সন্তান রয়েছে। উভয় পক্ষের ভিন্ন দাবিতে বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



