ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। যার সর্বোচ্চ বিএনপির ৩৩১ জন আর জামায়াতে ২৭৬ জনের মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী ৪৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি ও জামায়াতের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮, জাপা ২২৪, গণঅধিকার ১০৪ ও এনসিপির ৪৪ জন প্রার্থী রয়েছে। এদিকে সারা দেশে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বেশ কয়েক জনের মনোনয়ন বাতিল হয়েছে। তবে কত জনের মনোনয়ন বাতিল হয়েছে তার সঠিক হিসাব এখনো দিতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।
ইসির কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের ২ হাজার ৯০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী হতে চান ৪৭৮ জন। সোমবার মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল, ৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। এসব মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হবে ২০ জানুয়ারি, পরদিন প্রতীক যারা পাবেন তারা থাকবেন ভোটের মাঠে। ইসির তথ্যমতে, নির্বাচনে ৫১টি দল অংশ নিচ্ছে। যার মধ্যে সবেচেয়ে বেশি ৩৩১ জন প্রার্থী বিএনপির। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৬ জন প্রার্থী দিয়েছে জামায়াত আর তৃতীয় সর্বোচ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬৮ জন। এনসিপি প্রার্থী দিয়েছে ৪৪ জন। জাতীয় পার্টির ২২৪ জন ও জাসদের সাত জনের মনোনয়নপত্রও জমা পড়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



