ছবি: সংগৃহীত
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে দারুণ এক দিন কাটাল বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল।
আজকের দিনের শুরুটা ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য রেকর্ডে ভরা। শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেন মুশি।
১০৬ রানে মুশফিক থামলেও ব্যাট চালিয়ে নিজের শততম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা লিটনও করেন সেঞ্চুরি। এরপর ১২৮ রানে থামেন এই অভিজ্ঞ উইকেট-কিপার ব্যাটার।
এদিকে বাংলাদেশের ইনিংসের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে হয়েছে শতরানের জুটি! টেস্ট ইতিহাসে এমন দৃশ্য দেখা গেছে মাত্র তিনবার।
রানটা অবশ্য আরো বড় হওয়ার সুযোগ ছিল।
কিন্তু শেষদিকের ব্যাটাররা আর সেভাবে দাঁড়াতে পারেননি। শেষ পাঁচ উইকেটের পতন মাত্র ৪৩ রানে, ফলে ৪৭৬ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংস। ম্যাচে মমিনুল হক ৬৩ ও মেহেদী হাসান মিরাজ করে ৪৭ রান।
আইরিশ অফস্পিনার অ্যান্ড্রু ম্যাকব্রাইন একাই তুলে নিয়েছেন ৬ উইকেট।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



